শীতের দুপুরে যেমন গাছের ডালপালার ফাঁক ফোকর থেকে উঁকি মারে এক মুঠো রোদ্দুর ,
মনের এক কোণে লুকিয়ে থাকা অনেক আকাঙ্ক্ষার মধ্যে সবচেয়ে প্রিয় টি হতাঠ উঁকি মারে প্রতিদিনের নিয়মিত রুটিনের ফাঁকে ।
একটু অন্যমনস্ক হয়ে চলে যাই সেই ছোটবেলার দিন্গুলয় ।
শীতকালের ছুটিতে দুপুরবেলায় বারান্দায় বসে একসাথে ভাত খাওয়া - আমি, মা আর দিদি , খাওয়ার পর কমলালেবু কম্পেতিসন - কে কতরকম ভাবে লেবুটিকে খেতে পারে :) ... তারপর ভাত ঘুম। বিকালে উঠে খেলতে যাবার উত্তেজনা , মা সোয়েটার পড়িয়ে দিলে এক ছুটে আড্ডায় পৌঁছানো , সন্ধ্যে গড়িয়ে রাত হতে চল্লেও ঘরে না ফেরা মা না ডাকা অবধি ।তারপর পড়ার যুদ্ধ কিন্তু অপেক্ষায় দশটা বাজার আর TV চালানোর .. আহা কি আনন্দ ই না ছিল সেই সময়ে , হয়তো টাকা পয়সা সূযোগ সুবিধা অনেক কম ছিল তখন , কিন্তু মানসিক শান্তি অনেক ছিল ।
এক পলকে পৌছে যাওয়া time machine এ চেপে , আর ফেরত আসাটা light এর থেকেও ফাস্ট। .... টিং। .টিং। .. টিং.. টিং..টিং... বেজেই চল্লো, আমার ধ্যান ভঙ্গ করেই থামলো । না , ফোন নয় , office communicator । এক সাথে সবার জিগ্গাস্স এসে, এত বছরের সময়ের journey বিদ্যুত গতিতে পাড় করিয়ে দিল ।
-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-
No comments:
Post a Comment